বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শাপলা ফুলের হাসি

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা

বোদা উপজেলাসহ পঞ্চগড় জেলার গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা। প্রায় ২৩০টি নদনদী বেষ্টিত বাংলাদেশ। তাই বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এছাড়াও রয়েছে অসংখ্য খাল-বিল হাওর, বাঁওড় ও নদ-নালা। বর্ষা ও শরতে এসব খাল-বিল পুকুর-দীঘি, ডোবা-নালায় প্রায় প্রতিটি নদী ও শাখা নদীর দু’কূলে এবং এর চর এলাকাসহ যে কোনো জলাশয়ে ফোটে শাপলা ফুল। শাপলা ফুল দিনের বেলায় ফুটত। ফুটন্ত শাপলা ফুলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যেত যে কোনো মানুষের। এসব সৌন্দর্যের জন্য শাপলাকে দেয়া হয়েছে জাতীয় ফুলের স্বীকৃতি। বর্তমানে ব্যাপকভাবে বিল-ঝিল জলাভূমি ভরাট ও জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগের ফলে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা গ্রামগঞ্জ থেকে এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই শরৎ-হেমন্ত কাল আসলেও আর পাওয়া যাচ্ছে না শাপল ফুল। যে হারে দিনে দিনে বিলুপ্তির পথে বসেছে শাপলা তাতে নতুন প্রজন্ম শাপলা ফুল আর দেখতে পারবে না বলে অভিজ্ঞমহলের ধারণা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন