চিটাগাং চেম্বারের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য নবনির্বাচিত পরিচালকমন্ডলী গতকাল বুধবার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে দায়িত্ব গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার থেকে দুই বছরের জন্য তারা চেম্বারকে নেতৃত্ব দেবেন। চেম্বারের ৫ম বারের মত নির্বাচিত প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক এ কে এম আকতার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. ওমর ফারুক, হাসনাত মো. আবু ওবাইদা প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন