ঈদের ছুটিতে নগরীর শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, মার্কেট, বিপণি কেন্দ্র ও আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান জানিয়েছেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এক বিবৃতিতে তিনি বলেন, ঈদের আগে ও পরে সরকারী ছুটির সময় চুরি, ডাকাতি, দস্যুতা, লুটপাট রোধকল্পে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চেম্বার সভাপতি পরিচালকমন্ডলীর পক্ষে চট্টগ্রামের প্রশাসন, পুলিশ, র্যাবসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী, চেম্বার সদস্য এবং সর্বস্তরের জনগণের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছাও জ্ঞাপন করেন।
মন্তব্য করুন