বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ডলারের মূল্য সমন্বয়ের আহ্বান চিটাগাং চেম্বারের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে ডলারের মূল্য সমন্বয় করার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার পৃথক পত্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবিরের প্রতি এ আহ্বান জানানো হয়। চেম্বার সভাপতি বলেন, সম্প্রতি মুদ্রাবাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের অত্যধিক মূল্য বৃদ্ধি পেয়েছে। গত এক মাসেরও বেশী সময় ধরে ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস পেয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্য ৮৫.৮৫ টাকা হলেও ব্যাংকগুলোতে ৮৭.৩০ টাকা পর্যন্ত ডলার লেনদেন হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলোর মধ্যে ডলারের দামের পার্থক্য প্রায় ২ টাকা। ফলে আমদানিকারকদেরকে বিপুল পরিমাণ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হচ্ছে। খোলা বাজারে ডলারের দাম ৯৩ টাকা অতিক্রম করেছে।

জার্মান চার্জ দ্য এ্যাফেয়ার্সের মতবিনিময় বাংলাদেশে নিযুক্ত জার্মানীর ডেপুটি হেড এবং চার্জ দ্য এ্যাফেয়ার্স কনস্টানজা জায়েহরিঙ্গার গতকাল চেম্বার কার্যালয়ে চেম্বার সভাপতি ও পরিচালকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। চার্জ দ্য এ্যাফেয়ার্স চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য ও সরাসরি বিদেশী বিনিয়োগ আকর্ষণের প্রচুর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বলেন, খুব শিগগির জার্মানী থেকে বাণিজ্য প্রতিনিধিদল চট্টগ্রামে আসার পরিকল্পনা রয়েছে। চেম্বার সভাপতি মাহবুুবুল আলম চট্টগ্রামে জার্মান বিনিয়োগ প্রত্যাশা করে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন