বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বন্দর থেকে পণ্য খালাস চায় চিটাগাং চেম্বার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

অনুমোদিত ৩৭টি ছাড়া আমদানিকৃত পণ্য বেসরকারি ডিপোর বদলে বন্দর থেকেই সরাসরি খালাসের নির্দেশনা দেয়ার আহবান জানিয়েছে চিটাগাং চেম্বার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বরাবরে গতকাল সোমবার প্রেরিত এক চিঠিতে এ আহবান জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
চিঠিতে বলা হয়, এনবিআরের নির্দেশনায় গত ২৫ জুলাই থেকে প্রাইভেট আইসিডিসমূহ হতে ৩৭টি অনুমোদিত পণ্যের অতিরিক্ত সব ধরনের পণ্য খালাসের অনুমতি প্রদান করা হয়। এরফলে প্রত্যেকটি আইসিডিতে ধারণক্ষমতার কাছাকাছি কন্টেইনার জমে গেছে। এতে মালামাল খালাসে দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হচ্ছে। এতে রফতানি ব্যাহত হচ্ছে, ব্যয়ও বাড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন