শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে লকডাউনের বিধিনিষেধ না মানায় অর্থদন্ড

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৮:২০ পিএম

টাঙ্গাইলের সখিপুরে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসক কার্যালয় একটি ও উপজেলা প্রশাসনের দুইটি মোট তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করে লকডাউনের বিধিনিষেধ না মানায় ১৮টি মামলায় ৪হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার(০২জুলাই) সখিপুর উপজেলায় লকডাউন বাস্তবায়নে ইউএনও চিত্রা শিকারী এবং উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এসিল্যান্ড হামীম তাবাসসুম প্রভা দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট এর মাধ্যমে ১০ টি মামলায় ২৬০০ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রেরিত বিজিবির প্যাট্রল ডিউটি তে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ুবী বিধিনিষেধ না মানায় আরও ৮ টি মামলায় ২০০০ টাকা জরিমানা করেন।

এসময় সখিপুর থানার অফিসার অফিসার-ইন- চার্জ(ওসি) একে সাইদুল হক ভূইয়ার নেতৃত্বে একটি টিম ও বিজিবি সদস্যগন মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী বলেন, লকডাউন চলাকালীন সময়ে এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন