টাঙ্গাইলের সখিপুরে প্রায় ২ লাখ টাকা মূল্যের শাল-গজারি কাঠ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার রাত ১০টার দিকে কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকা থেকে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদের নেতৃত্বে কাঠগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাতে বহেড়াতৈল বিটের একটি বন থেকে দুর্বৃত্তরা পাচারের উদ্দেশ্যে কাঠগুলো নিয়ে যাচ্ছিল। এমন তথ্য পেয়ে ওই স্থানে বিট কর্মকর্তাসহ বন প্রহরীরা অভিযান চালিয়ে কাঠগুলো উদ্ধার করে। বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদ বলেন, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চোরাই কাঠ ব্যবসায়ী সখিপুরের সংরক্ষিত শাল-গজারি কাঠ কেটে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুদ করা প্রায় ২ লাখ টাকার কাঠসহ একটি মাহিন্দ্রা ট্রাক জব্দ করে বন আইনে মামলা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন