মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সখিপুরে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৯:১৫ পিএম

দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথম দফায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের ৫ম দিনেও মাঠে তৎপর ছিল টাঙ্গাইলের সখিপুর উপজেলা প্রশাসন।

আজ সোমবার (০৫ জুলাই) দিনব্যাপী সখিপুর উপজেলার গ্যাস চৌরাস্তা ও বেড়বাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।

আদালত সূত্রে জানা যায় মোট ৪ টি মামলায় এক হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করা হয়। দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো সখিপুর এতিম খানা রোডের সানোয়ার ও বিল্লাল।

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ সোমবার সখিপুর উপজেলায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংক্রমণ ঠেকাতে লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই। ইতিমধ্যে সরকার লকডাউন আরো ৭দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন