দেশব্যাপী করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে টাঙ্গাইলের সখিপুর উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। প্রতিদিন দুইটি মোবাইল টিম লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (৭ জুলাই) প্রথম দফায় ঘোষিত লকডাউনের ৭ম দিনেও সখিপুর উপজেলা প্রশাসন বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এর নেতৃত্বে দুইটি মোবাইল কোর্ট পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লকডাউন অমান্য করায় পৌরসভার ৯নং ওয়ার্ড রকিবনগর আবাসন এলাকায় ১৩টি মামলায় মামলায় তিন হাজার হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। সখিপুরে আজও ২৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও আরো দুই শতাধিক করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাই করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন