প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ জেলায় ৭০ হাজার বৃক্ষ চারা রোপনের কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যেই নরসিংদী শহরের শাপলা চত্বর এবং শিবপুর উপজেলার বাঘাব গ্রামে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ। গতকাল শনিবার শিবপুরের বাঘাবো গ্রামে বৃক্ষরোপন অভিযানে সভাপতিত্ব করেন মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বৃক্ষের চারা রোপণ করেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ কামাল হোসেন, ওবায়দুল কবির ইমরান, খোকন সরকার, মুজিবুর রহমান, আলমগীর হোসেন বকুল, সঞ্জয় কৃষ্ণ গোস্বামী এলটন।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ প্রথম উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা দেশে বৃক্ষ রোপণের জন্য জেলা যুবলীগকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা নরসিংদী জেলার ৭০টি ইউনিয়নের ৬৩৯টি ওয়ার্ড এবং পাঁচটি পৌরসভার ৪৫টি ওয়ার্ড পর্যায়ক্রমে বৃক্ষ রোপন করে যাব। ইতোমধ্যেই জেলা যুবলীগ জেলার বিভিন্ন স্থান থেকে ৭০ হাজার বৃক্ষের চারা ক্রয় করে মজুদ করে রেখেছে। যুবলীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে পর্যায়ক্রমে এসব চারা রোপণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন