খুলনার ফুলতলা উপজেলায় ৪৭ রাউন্ড রিভলবারের গুলিসহ ইস্রাফিল সরদার (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ফুলতলা থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাওদাড়ি সড়কের পাশে অস্ত্র কেনাবেচার সময় ইস্রাফিল সরদারকে হাতেনাতে আটক করা হয়।
এসময় তার সহযোগিরা পালিয়ে যায়। তার কাছ থেকে ৪৭ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়। আটক ইস্রাফিল সরদার ফুলতলা উপজেলার নাউদাড়ি গ্রামের ইউনুস আলী সরদারের ছেলে। এ ঘটনায় এসআই মধুসূধন পান্ডে বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেছেন। ফুলতলা থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ইসরাফিল সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন