শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ঢামেকে একসঙ্গে চার সন্তানের জন্ম

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৭:৫৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন কিশোরগঞ্জের তারাইল উপজেলার পিংকি আক্তার নামে এক গৃহবধূ। শনিবার ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে সিজারিয়ানের মাধ্যমে নবজাতকগুলোর জন্ম হয়। তাদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

নবজাতকদের বাবা সিরাজুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিন মাস ধরে তিনি বাড্ডার সাঁতারকুল এলাকায় স্ত্রী পিংকি আক্তার ও ছেলে মাহিনকে (৪) নিয়ে ভাড়া বাসায় থাকেন।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর শনিবার তার স্ত্রী একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বাচ্চাদের মা সুস্থ আছেন। তবে চার শিশু সাত মাসে জন্ম নেয়ায় কিছুটা সমস্যাও রয়েছে। ওজন তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি তিনশ গ্রাম। বাকি তিন জনের ওজন নয়শ পঞ্চম গ্রাম করে।

তিনি বলেন, জন্মের পরপরই শিশুগুলোর আইসিইউয়ের প্রয়োজন হয়। কিন্তু তখন আমাদের এখানে তাৎক্ষণিক আইসিইউ খালি না থাকায় প্রথমে বাইরের একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়েছে। রোববার বেড খালি হওয়ার পর তাদের আবার ঢামেক হাসপাতালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে নবজাতক ইউনিটে শিশুগুলো চিকিৎসাধীন। এখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন