শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তিন দিনব্যাপী গান প্রতিযোগিতা ও পিঠা উৎসব

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙ্গালির ঐতিহ্য ধরে রাখা ও বিষমুক্ত শস্য উৎপাদনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উপজেলা বটমূল চত্বরে তিন দিনব্যাপী এ অঞ্চলের ঐতিহ্যবাহি সংস্কৃতি হুলির ধামের গান, পিঠা উৎসব ও অর্গানিক আজ বুধবার থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসবের উদ্বোধন করবেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপকসহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে এ অঞ্চলের এসব ঐতিহ্যবাহি সংস্কৃতি পর্যবেক্ষণ করবেন বলে বোদা উপজেলা নির্বাহী অফিসার আবু আউয়াল জানান। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী হুলির ধামে গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মফিজুল ফাতেরা, হাতাংকালী, বৌ মার মিস কল, বাঙ্গী ফাটা, অবতার সাধু, আগুন চেয়ারম্যান জেহেলি ফকির, ভাউয়ে-ভাউয়ে শ্বশুর-জামাই, অসভ্য চেয়ারম্যান গ্লিটি মেম্বার, সাইকেল শ্বরি হেন্ডেল বাউধিয়া ও হরিবোল সাধু মাইয়ায় গুরুসহ চমকপ্রদক এসব পান্ডু লিপি গান ও অভিনয়ের মাধ্যমে পরিবেশন করবেন গ্রামীণ শিল্পীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন