শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক তৈরির কাজে শ্রমিকের মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় সদু (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সদু উপজেলার হরিরামপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান সরকার জানান, হরিপুর গ্রামের লেবুর বাড়িতে রাজমিস্ত্রিরা সেপটিক ট্যাংক তৈরি করছিলো। গতকাল রোববার সকালে রাজমিস্ত্রি সদু ট্যাংকের ভেতরের কাঠ খোলার জন্য নামে। সেখানে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, সেপটিক ট্যাংকের কাজের জন্য রাজমিস্ত্রি সদু ট্যাংকের নিচে নামে। কিন্তু ট্যাংকে গ্যাসের সৃষ্টি হওয়ায় সেখানেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে তার লাশ উদ্ধার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন