সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দশ টাকার বিনিময়ে সিম নিবন্ধন

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে রিটেইলাররা অর্থ নিয়ে তাদের কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দেয়ার পরও টাকার বিনিময়ে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন জায়গায় চলছে টাকা নিয়ে সিম নিবন্ধন। শহরের মোবাইলে ফ্লেক্সিলোড ও খুচরা সিম বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে এমন চিত্র দেখা গেছে। সৈয়দপুর প্লাজায় দেখা যায়, কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানে বায়োমেট্রিক পদ্ধতিতে যে কোনো সিম/রিম ও পুনঃ নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে ১০/২০ টাকা করে নেয়া হচ্ছে। এ সময় সিম নিবন্ধন করতে আসা লোকেরা অভিযোগ করে বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ও পুনঃ নিবন্ধনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী গ্রাহকের কাছ থেকে অর্থ না নেয়ার নির্দেশ দেয়ার পরও এখানে গ্রামীণ সিমপ্রতি ১০ টাকা করে নিচ্ছেন। একই চিত্র দেখা গেছে ওই শহরের আশপাশের মোবাইল সিম বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন দোকানে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, কোম্পানির পক্ষ থেকে সামান্য বোনাস পাব, কিন্তু সিম নিবন্ধনে বিদ্যুৎ, কর্মচারী বেতনসহ বিভিন্ন খরচ আছে। এদিকে গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর প্লাজা ইমরান টেলিকমের গ্রামীণফোন কাস্টমার পয়েন্টে কর্মরত মিলন জানান, আমরা বেশ কয়েকজনের কাছ থেকে এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি ঢাকায় জানিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন