বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনালি আসর

কৌতুকের ঝাঁপি

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

১। ছাত্র ও শিক্ষকের মধ্যে কথোপকথন :

শিক্ষক : জান, আমার নাম কি?
ছাত্র : জি, স্যার।
শিক্ষক : তাহলে বলতো?
ছাত্র : গরু মহোদয়।
শিক্ষক : হ্যাঁ কি বলিস
ছাত্র : ঠিক-ই তো স্যার, কাউ-অর্থ গরু আর স্যার অর্থ মহোদয়। আপনার নাম কাওসার না।
২। স্বামী-স্ত্রীর মধ্যে কথোপকথন :
স্ত্রী : এই তুমি এতো সিগারেট খাও কেন। এই সিগারেটের কারনেই তোমার কাঁশি।
স্বামী : আচ্ছা আমি না হয় সিগারেট খাই যার জন্য কাঁশি কিন্তু ছাগল তো সিগারেট খায় না। তাহলে ছাগল কাঁশে কেন?
ষ দেওয়ান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন