শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনালি আসর

কৌতুকের ঝাঁপি

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ভার্চুয়াল বন্ধু বনাম রিয়েল লাইভ বন্ধু

পছলে : বাবা মোবাইল এসএম কিংবা ফোন কলের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় এখন আর চলে না।
বাবা : তবে?
ছেলে : ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য চাই অনলাইন যোগাযোগ যেমন ধরো ফেসবুক, টুইটার ইত্যাদি। তাই বলছি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নাও তারপর দেখ কত দ্রুত ঈদ শুভেচ্ছা বিনিময় করা যায়।
বাবা : তা বাবা তুই কিভাবে শুভেচ্ছা বিনিময় করছিস?
ছেলে : কেন ফেসবুকে?
বাবা : ঈদের নামাজ পড়ার পর থেকেই তো দেখছি ঐ এক ফেসবুক নিয়েই বসে আছিস! তা এতক্ষণ ধরে কী করছিস?
ছেলে : কেন ঈদ শুভেচ্ছা বিনিময় করছি!
বাবা : তাহলে আর দ্রুত হলো কেমন করে? আর আমায় দেখ ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তোর মাকে নিয়ে বাইরে থেকে ঘুরেও এলাম খানিকটা।
ছেলে : তা বাবা তোমার বন্ধু কতজন? আর কতজনের সাথে তুমি ঈদ শুভেচ্ছা বিনিময় করেছো?
বাবা : এই ধর ২০-২৫ জনের সাথে।
ছেলে : আর আমার বন্ধু সংখ্যা কত জানো?
বাবা : কত?
ছেলে : ৪৯৯৯ জন, তাছাড়া ফলোয়ার্স আছে প্রায় ১৫০০। তাই ওদের সাথে শুভেচ্ছা বিনিময়ে একটু সময় লাগছে। তোমার মোবাইলের মাধ্যমে কি এত এত জনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করা সম্ভব?
ষ সংগ্রহে : এমরুল হোসাইন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন