স্টাফ রিপোর্টার, সাভার থেকে : বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের কলমা এলাকার রিজভী ফ্যাশন লিমিটেড পোশাক কারখানায় এঘটনা ঘটে। এসময় মালিকপক্ষের পিটুনিতে আহত হয়েছে রকি নামের এক শ্রমিক। শ্রমিকরা জানায়, রিজভী ফ্যাশনের দুই হাজার শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন দেয়ার কথা ছিল গত ৭ তারিখে। কিন্তু মালিকপক্ষ বিভিন্ন অজুহাতে ৭ তারিখে বেতন পরিশোধ করেনি। গতকাল মঙ্গলবার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে বেতনের দাবিতে কর্মবিরতি পালন শুরু করে। পরে দুপুরে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করে। এসময় মিছিল করার অভিযোগে রকি নামের এক শ্রমিককে পিটিয়ে আহত করে মালিকপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ার ডিইপিজেডের রেড পয়েন্ট জ্যাকেট গার্মেন্টসের শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে কর্মবিরতি পালন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন