শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিজয়নগরের গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার ৪

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩০ পিছ ইয়াবা ও ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার চলমান দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ ফয়সাল আহমেদ এর নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে সিঙ্গার বিল ইউনিয়নের নয়াবাদী গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মোঃ কাউছার মিয়া(৩৫) কে ৭৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়,বিষ্ণুপুর ইউনিয়নের ুলালপুর গ্রামের মোঃ মেরাজ মিয়ার স্ত্রী আয়েশা বেগম(৫০) কে ২ কোজি গাঁজাসহ গ্রেফতার করেন। আরো এক অভিযানে এসআই জুয়েল রানা ভূইয়ার নেতৃত্বে এসআই সাইুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের আইয়ুব খার ছেলে মোঃ শামীম খাঁ (২৮) ও একই ইউনিয়নের লক্ষিমোড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে তোহরা বেগম কাজল (৩২) কে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ব্যপারে বিজয়নগর থানার চলমান দ্বায়িত্বে থাকা অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ ফয়সাল আহমেদ বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩০ পিছ ইয়াবা ও ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন