পিরোজপুর জেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শিরিন আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহিত শিরিন এবার সাপলেজা শাহাদাৎ হোসেন মহাবিদ্যালয়ের ছাত্রী। সে উপজেলার সাপলেজা ইউনিয়নের উত্তর খেতাচিড়া গ্রামের সফিজউদ্দিনের মেয়ে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের দক্ষিণ খেতাচিড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিরিন পার্শ্ববর্তী গ্রামে বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে সেখান থেকে বাড়ি আসার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শক্ত মাটির চাকা দিয়ে মাথায় আঘাত করে থেতলে হত্যা করে ফেলে যায়। নিহতের বড় বোন কাজল ঘণ্টাখানেক পর একই পথ দিয়ে হেটে যাওয়ার সময় একটি ধান ক্ষেতে শিরিনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে সকাল ১০টার দিকে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
দুই দিনব্যাপী শিক্ষামেলা
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে আজ বুধবার শেষ হচ্ছে দুই দিনব্যাপী শিক্ষামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় পিরোজপুর করিমুন্নেসা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল লতিফ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইফতেখার হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে ও শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে আয়োজিত শিক্ষা সপ্তাহ আজ বুধবার শেষ হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন