শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চেয়েছিলেন

---------উপমন্ত্রী নওফেল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০১ এএম

শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তারেক রহমান বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চেয়েছিলেন, জঙ্গিদের অস্ত্র গোলাবারুদ দিয়েছেন। মঙ্গলবার নগরীর রহমতগঞ্জে রক্ষাকালী আবাসন প্রকল্পের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, খবরে দেখলাম তালেবান আফগানিস্তান দখল করে ফেলছে। তালেবানী শক্তিকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, যারা বাংলাদেশে বলতো ‘আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান’। এরা বাংলাদেশ ছেড়ে কেউ পালায়নি। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র পরিচালনা করছেন বলে এরা নিয়ন্ত্রণে আছে।
জঙ্গি সংগঠন জামাতুল মোজাহিদীনকে ক্ষমতায় থাকা অবস্থায় অস্ত্র গোলাবারুদ দেওয়ার কাজ করেছেন তারেক রহমান। তারা চেয়েছিল বাংলাদেশকে আফগানিস্তান বানাবে আর লুটেপুটে খাবে। অনুষ্ঠানে সুমন কুমার বনিকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদুৎ বড়ুয়া। বক্তব্য রাখেন কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর নিলু নাগ, রুমকি সেনগুপ্ত প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন