শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনার হামলায় বিধ্বস্ত ভারতে এবার জিকা ভাইরাসের হানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৯:৫৪ পিএম

করোনার হামলায় বিধ্বস্ত ভারতে এবার এক নারীর দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে ২৪ বছর বয়সী ওই নারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গত ৭ জুন তিনি সন্তান জন্ম দেন। উপসর্গ দেখা দেওয়ায় ২৮ জুন তাকে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। -এনডিটিভি

এ ছাড়া আক্রান্ত সন্দেহে আরও ১৩ জনের নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। জিকা ভাইরাসের সংক্রমণ ছড়ায় এডিস মশার মাধ্যমে। অন্তঃসত্ত্বারা আক্রান্ত হলে ভ্রূণের ক্ষতি করতে পারে এ ভাইরাস। গর্ভের শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে। জিকা ভাইরাসের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, ত্বকের ফুসকুড়ি, অস্থিরতা বোধ ও মাথা ব্যথা, পেশি ও জয়েন্টে ব্যথা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন