রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

করোনা রোগীদের ফল উপহার

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য ভিটামিন-সি জাতীয় মৌসুমী ফল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। গত বৃহস্পতিবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী নিজে এ উপহারসামগ্রী রোগীদের হাতে দেন। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম শোভন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. নোমান মিয়া সরকার প্রমুখ।
হাসাপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের জন্য ভিটামিন সি জাতীয় মৌসুমী ফল নিয়ে হাজির হন। তিনি এই সময় চিকিৎসাধীন ৮ জন করোনা সংক্রমণ রোগীর খোঁজ খবর নেয়। সেই সাথে সকলকে প্যাকেট জাত খাদ্যসামগ্রী ও ভিটামিন সি জাতীয় ফল উপহার দেন। এসময় মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, দাউদকান্দিতে এখনো অনেকেই করোনা পরীক্ষা করাতে অনিহা। কিন্তু এখানে যতগুলো পরীক্ষা হচ্ছে তার অর্ধেকই পজেটিভ আসছে। তাই সকলকেই সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন