দেশে করোনায় প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। আর এই সংক্রম রোধে সরকারের লকডাউনের কড়াকড়িকে ফাঁকি দিয়ে রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ। রাতে কিংবা দিনে গ্রামমুখী মানুষের ঠেকাতে পারছে না কেউ।
কঠোর লকডাউন ও কারফিউ জারির পরামর্শের পর থেকে দক্ষিণবঙ্গের দু'জেলায় বাড়ি ফেরা মানুষের ভিড় কোনোভাবেই থামছে না। বিআইডাব্লিউটিসি থেকে বন্ধ ঘোষণার পরও শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটের ফেরিতে থামছে না যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার। পুলিশের চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা আর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ফেরিঘাটে যাত্রীদের আগমন দেখা যায়।
বিআইডাব্লিউটিসি থেকে বন্ধের নির্দেশনার পরে রোববার (১১ জুলাই) সকাল ভোর থেকে মুন্সীগঞ্জের মাওয়া শিমুলিয়া ঘাটে হয়ে ফেরিতে পদ্মা পার হতে দেখা যায় শত শত যাত্রী ও যাত্রীবাহী গাড়ি। এতে ফেরিতে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন