শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে টেংরা গ্রামে হাবলু মিয়ার মালিকানাধীন প্রজেক্টের ভেতরে চোরাই গরুর আস্তানায় জনতা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এসময় ওই আস্তানা থেকে ৬টি চোরাই গরুসহ ৪ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল সোমবার সকালে স্থানীয় জনতা ৬টি চোরাই গরুসহ ৪ জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ জনতার হাতে আটক হওয়া তেলিহাটি ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম, চৌকিদার হেলাল উদ্দিন, কেয়ারটেকার আজিবর শেখ ও আল-আমিনকে থানায় নিয়ে আসে। জানা যায়, রোববার রাতে উপজেলার বরমী ইউনিয়নের পোষাইদ এলাকায় গরু চুরির ঘটনা ঘটে। এলাকাবাসী চুরি হওয়া গরু খোঁজাখুঁজি করতে করতে টেংরা গ্রামের ওই প্রজেক্টের বাউন্ডারির ভেতর চোরাই গরুর সন্ধান পায়। খবর পেয়ে সোমবার সকালে শত শত লোক ওই প্রজেক্টের প্রধান গেট ও বাউন্ডারি ভাঙচুর করে ভেতর থেকে ৬টি চোরাই গরু ও ইউপি সদস্যসহ ৪ জনকে আটক করে। এলাকাবাসী জানায়, স্থানীয় কবির, আজিবরসহ একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে ওই প্রজেক্টের ভেতরে এনে জবাই করে গোশত বিক্রি করে আসছে। উদ্ধার হওয়া গরুর মধ্যে সোহাদিয়া গ্রামের নজরুল ইসলামের ১টি, দরগারচালা গ্রামের ইসমাইলের ২টি, হযরত আলীর ২টি ও ভিটিপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ১টিসহ ৬টি গরু বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকারের জিম্মায় দেয়া হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই আ: ছালাম জানান, গরুর মালিক নজরুল ইসলাম বাদি হয়ে ৪ চোরের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করেন। শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, চোর পালিয়ে যেতে সহায়তা করায় মেম্বার ও চৌকিদারকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন