কুড়িগ্রামে ধরলা নদীর ব্রিজের র্যালিং থেকে নদীতে পরে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে ব্রিজের ৪শ’ মিটার দক্ষিণে চর ভেলাকোপা থেকে যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিখোঁজ খায়রুল ইসলাম (২৪) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের রাজমিস্ত্রি আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে খায়রুল ইসলাম ধরলা ব্রিজের র্যালিং থেকে নদীতে পরে গিয়ে তলিয়ে যায়। এরপর পানির ওপরে উঠে সাহায্যের জন্য বাঁচাও বাঁচাও শব্দ করলে সেটি কয়েকজনের নজরে আসে। মাঝ নদীতে প্রচণ্ড স্রোত থাকায় কেউ উদ্ধারের আগেই মুহূর্তের মধ্যে সে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল বিকেলে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও নিখোঁজ যুবকের লাশ উদ্ধারে ব্যর্থ হয়। গতকাল রোববার দুপুরে স্থানীয়রা সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর ভেলাকোপা গ্রাম থেকে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কাঁঠালবাড়ী ইউনিয়নের জনপ্রতিনিধিদের সহায়তায় লাশ শনাক্ত করে। পরে সুরতহাল শেষে উদ্ধারকৃত লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন