শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সন্ত্রাস ও জঙ্গিবিরোধী প্রচারণা

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা

‘ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন’ সেøাগানে ঈশ্বরদীতে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী প্রচার-প্রচারণা চালিয়েছে হাইওয়ে পুলিশের সদস্যরা। গতকাল সোমবার সকালে ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশের সদস্যরা দাশুড়িয়া, টেবুনিয়া, মূলাডুলি ও রূপপুর মোড়ে সাধারণ জনগণ ও বিভিন্ন গাড়ীর ড্রাইভারদের মাঝে এই প্রচার-প্রচারণা করেন। পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গনেশ চন্দ্র ম-ল জানান, দেশকে সন্ত্রাস ও জঙ্গি মুক্ত করতেই তাদের এই প্রচারণা। তিনি আরও জানান, জনগুরুত্বপূর্ণ এবং পাবলিক প্লেসে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসচেতনা বৃদ্ধি করার জন্য তারা ব্যতিক্রমী এই প্রচারণায় নেমেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সে সময় পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির প্রায় সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন