শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনমত সভা

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা

পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিরাপদ আবাসস্থল মনে করে দেশের বিভিন্ন এলাকা হতে সন্ত্রাস, জঙ্গিরা এসে এ অঞ্চলে ঘাঁটি করতে না পাড়ে তার জন্য এলাকার সর্বস্তরের লোকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল সোমবার কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদবিরোধী বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে উপজেলার সর্বস্তরের লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী উপরোক্ত এ মতামত প্রদান করে। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা তথ্য অফিসার মোঃ হারুন,সাংবাদিক ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য কবির হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, ওসি রঞ্জন কুমার সামন্ত, জহিরুল আনোয়ার (ওসি), বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার সামছুল হক ও ইউপি সদস্য প্রকৌঃ আব্দুল লতিফসহ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন