শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাস্তার পাশে কৃষকের লাশ

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০২ এএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহরম আলী (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চুকাইতলা রাস্তার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত মহরম আলী কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের ফতেহ আলীর পুত্র।

পুলিশ জানায়, সকালে চুকাইতলা নামক স্থানে রাস্তার পাশে একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তাৎক্ষণিক পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় কটিয়াদী মডেল থানা পুলিশ। নিহত মহরম আলীর স্ত্রী মোছা. লতিফা বেগমের দাবি, তার স্বামী গত শনিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পড়ে আর বাড়িতে ফিরে আসে নাই।

মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দুজ্জামান বলেন, রাস্তায় লাশ পড়ে থাকার সংবাদ লোকমুখে শুনে পুলিশকে অবহিত করি। তবে কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বুঝা যাচ্ছে না। প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোগরঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন