যশোরের অভয়নগরে করোনা রোগীর সেবায় যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত। নিজস্ব অর্থায়নে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১০টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, ১০টি পাল্স অক্সিমিটার ও ২৪ বক্স মেডিক্যাল মাস্ক প্রদান করেছেন।
এ উপলক্ষে গত সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, রোমান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ আলী, আফিল গ্রুপের পরিচালক মো. মাহাবুব আলম লাবলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর প্যানেল মেয়র আলহাজ মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর কুমারেশ দত্ত, রোটারী ক্লাব অব নওয়াপাড়ার সভাপতি শাহ্ আব্দুল মুকিত জিলানী, রোমান জুট মিলের পরিচালক রাকিবুল ইসলাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন