সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এর মধ্যে আড়াই মাসেরও বেশি সময় ধরে আছেন আইসিইউতে। কখনো একটু ভালো থাকেন, কখনো খারাপ। তার সর্বশেষ শারীরিক অবস্থা স¤পর্কে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান সিঙ্গাপুর থেকে বলেন, আলহামদুলিল্লাহ। ফারুকের অবস্থা আগের থেকে কিছুটা ভালো। তবে তার উন্নতিটা খুব কম। তিনি এখনো আইসিইউতেই আছেন। এর আগে নিয়মিত চেকআপের জন্য চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর যান ফারুক। চেকআপের মধ্যেই শারীরিক জটিলতা নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। ১৫ মার্চ খিঁচুনি ওঠায় ফারুককে প্রথমবার আইসিইউতে নেয়া হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে ১৮ মার্চ কেবিনে স্থানান্তর করা হয়। ২১ মার্চ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্বিতীয় দফায় তাকে আইসিইউতে নেয়া হয়, ২৮ এপ্রিল কেবিনে স্থানান্তরের দুইদিনের মাথায় ১ মে থেকে আবার আইসিইউতে নেয়া হয়। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন