বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৮২টি দাঁত অপসারিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

বিরল এক টিউমারে আক্রান্ত হয়েছে ১৭ বছরের এক কিশোর। এরপর তিন ঘণ্টার অপারেশন করে তার চোয়াল থেকে সরানো হলো ৮২টি দাঁত। অবাক করা এই ঘটনা ঘটেছে ভারতের বিহারের কিশোর নীতিশ কুমারের সাথে। গত পাঁচ বছর ধরে ওডোন্টোমা জটিলতায় ভুগছেন নীতিশ। এই ধরনের জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের চোয়ালে একটি টিউমার হয়। পরিস্থিতি এত খারাপ হয় যে, তার চোয়ালে অপারেশন করতে হয়েছে। কারণ তার দুই মাংসের দলায় ৮২টি দাঁত গজায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে ৩২টি দাঁত থাকে। কিন্তু নীতিশের চোয়ালে গজিয়েছে ৮২টি দাঁত। এটা স্বাভাবিক মানুষের দাঁতের সংখ্যার চেয়ে ৫০টি বেশি।

কিন্তু এতদিন ধরে চেষ্টা করেও যথাযথ চিকিৎসা পাচ্ছিল না নীতিশ। তবে বিহারের ইন্দিরা গান্ধী ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেসের ডাক্তারদের সাথে পরামর্শ করার পরই সমাধান পান তিনি। সার্জারির আগে তার চোয়ালের স্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, নীতিশের চোয়াল অনেক ফুলে গেছে। চোয়ালে এত দাঁতের কারণে তার চেহারাটাই বিগড়ে গেছে। ওই স্ক্যানে দেখা যায়, নীতিশের মুখের নিচের অংশে অনেকগুলো দাঁত রয়েছে। তবে তিন ঘণ্টার অপারেশনের পর তার যন্ত্রণার সমাপ্তি ঘটে।
টাইমস নাউ নিউজ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন