হাছিসনস্ টিথ বা দাঁত হাছিসনস্ ইনছিসর নামেও পরিচিত। ইংরেজ সার্জন ও প্যাথলজিষ্ট স্যার জনাথন হাছিসন এর নামানুসারে এ দাঁতের নামকরণ করা হয়। তিনি সর্বপ্রথম এ দাঁতের বর্ণনা দিয়েছিলেন। জন্মগত সিফিলিসের লক্ষন হলো হাছিসনস্ দাঁত। উপরের সেন্ট্রাল ইনছিসর বা কর্তন দাঁতকে হাছিসনস্ দাঁত বলা হয়। হাছিসনস্ দাঁত আকৃতিতে ছোট হয়ে থাকে এবং স্বাভাবিকের চেয়ে বেশি স্পেস বা স্থান বিদ্যমান থাকে দুটি দাঁতের মধ্যে। এই দাঁতগুলোর বাইটিং সারফেস বা কামড়ানোর স্থানে নচ বা খাজ কাটা থাকে। দাঁতের নচ বা খাজ কাটা জায়গায় পাতলা এবং দাঁতের রং পরিবর্তন দেখা যেতে পারে। গর্ভবতী মায়ের যদি সিফিলিস থাকে তবে সে ক্ষেত্রে আগত সন্তানের জন্মগত সিফিলিস হতে পারে এবং হাছিসনস্ দাঁত দেখা যেতে পারে। জন্মগত সিফিলিসের লক্ষন দেখা গেলে দ্রæত চিকিৎসা করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন