মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সৈয়দপুরে লকডাউনের ১৪দিনে ২লক্ষ ২৮হাজার টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৮:৫৪ পিএম

সরকার ঘোষিত দুই সপ্তাহব্যাপী চলমান কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানায় নীলফামারী সৈয়দপুরে ১৪ দিনে মামলায় হয়েছে ১২৪টি আর জরিমানা ২ লক্ষ ২৮ হাজার টাকা। লকডাউন উপেক্ষা করে বিধিনিষেধ না মানায় গত ১জুলাই থেকে আজ ১৪ জুলাই পর্যন্ত সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে ওই দন্ডাদেশ দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে কঠোর লকডাউনের ১ম দিন থেকে ১৪ তম দিনে শহরের ব্যবসায়ীরা দোকানের অর্ধেক শার্টার তুলে ব্যবসা করায়, ১২ দোকানি ও অযথা ঘোরাঘুরি, মাক্স না পরার দায়ে পথচারীসহ ১২৪টি মামলায় জরিমানা করা হয়েছে ২ লক্ষ ২৮ হাজার টাকা। চলমান লকডাউনে প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ওই আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম।

ভ্রাম্যমান আদালত সূত্র আরও জানায়, গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত এ উপজেলায় বিনাশ্রমে ১ মাসের কারাদন্ড দুই জন। ১৫ জনের বিনাশ্রমে কারদন্ড দিয়েছে ১৫ দিনের। অভিযান চলাকালে সৈয়দপুর থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন