উত্তর : যে সব অর্থ সম্পদের কথা বললেন এর সব যাকাত যোগ্য নয়। নগদ টাকা, স্বর্ণালংকার ও ব্যবসা পণ্য যদি বছর শেষে যাকাত হিসাবের দিন আপনার হাতে নেসাব পরিমাণ থাকে, তাহলে এসবের যাকাত দিতে হবে। যাকাতের দিন ধার্য করা, যাকাতযোগ্য সম্পদ নির্ধারণ করা, যাকাত নিরূপণ করা ইত্যাদির ব্যাপারে ভালো কোনো আলেমের সহায়তা নিন। আপনার হাতে যদি ঈদুল আযহার তিনটি দিন যাকাতের নেসাব পরিমাণ টাকা, সোনা-রূপা বা ব্যবসাপণ্য থাকে, তাহলে কোরবানি দিতে হবে। কোরবানি ফিতরার মতো। এর নেসাব এক বছর থাকতে হয় না। ফিতরা আদায়ের দিন কিংবা কোরবানির দিন সম্পদটুকু থাকলে সদকায়ে ফিতর এবং কোরবানি আদায় করতে হয়। কোরবানি যে দামেরই হোক, ঘরের প্রাণীই হোক কিংবা সাত ভাগের এক ভাগ হোক, যে কোনো একটি আদায় করলেই হলো।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন