যশোরের অভয়নগরে সহকারী স্টেশন মাস্টারের গাফিলতিতে মালবাহী ট্রেনের সাথে তেলবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় সিমান্ত ট্রেনকে ২৫ মিনিট দেরীতে স্টেশন ত্যাগ করতে হয়েছে। গতকাল শনিবার ভোর সোয়া ৪টায় নওয়াপাড়া রেল স্টেশনে এই দুঘর্টনা ঘটে। খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।
জানা গেছে,পার্বতীপুর থেকে ছেড়ে আসা তেলের খালি বিটিও খুলনাগামী ট্রেনটি নওয়াপাড়া রেল স্টেশনে গতকাল শনিবার ভোর সোয়া ৪টায় দ্বিতীয় লাইনে থাকা মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষে তেলবাহী ৩টি বগি লাইনচ্যুত হয়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা সিমান্ত ট্রেনটি ২৫ মিনিট আউটারে দাড়িয়ে ছিল। দূর্ঘটনার খবর পেয়ে খুলনা থেকে উদ্ধারযান রিলিপ ট্রেন সোয়া ৮টায় ঘটনাস্থলে পৌছায়। এই রির্পোট লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিলো। এই দূঘর্টনা খতিয়ে দেখতে তাৎক্ষনিকভাবে সহকারী সংকেত প্রকৌশলী মো. কামরুল হাসানকে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহকারী যন্ত্র প্রকৌশলী মিজানুর রহমান,সহকারী নির্বাহী প্রকৌশলী ওয়ালিউল হক, এরিয়া অপারেটিং ম্যানেজার মোঃ মুজিবুর রহমান। সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী ওয়ালিউল হক জানান,দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খতিয়ে দেখছে কাদের গাফিলতিতে এই দূর্ঘটনা ঘটেছে। স্টেশন মাস্টার বুলবুল আহমেদ জানান, সহকারী স্টেশন মাস্টার মারুফুজ্জামান ও কেবিন ম্যান কামরুল ইসলাম এ সময় দায়িত্বে ছিলেন। এদের দায়িত্ব অবহেলার কারনে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন