বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে হাতুড়ি পেটা

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় রোকসানা বেগম (২৫) নামে এক গৃহবধূকে মাদকাসক্ত স্বামী হাতুড়ি পেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রোকসানা বেগম উপজেলার বাঘবেড় এলাকার ফজলু মিয়ার মেয়ে। গৃহবধূ রোকসানা বেগম জানান, ১২ বছর আগে দড়িকান্দি এলাকার আলী হোসেনের ছেলে মামুনের সঙ্গে রোকসানা বেগমের বিয়ে হয়। বিয়ে পর থেকেই মোহনা আক্তার ও রাইসা আক্তার নামে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের বেশ কিছু দিন পর থেকেই মামুন মাদকাসক্ত হয়ে পড়ে। প্রায় সময়ই মামুন মাদকাসক্ত হয়ে রোকসানা বেগমকে মারধর করতো। এছাড়া সংসার চালানোর জন্য কোন খরচ দেয়া হতো না। দুপুরে রোকসানা বেগম সংসারের খরচ দিতে বললে মামুন কোন খরচ দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এ পর্যায় তাদের স্বামী-স্ত্রীর মাঝে তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের এ পর্যায়ে রেগে গিয়ে মাদকাসক্ত স্বামী মামুনসহ শ্বশুর বাড়ির লোকজন রোকসানাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে অভিযুক্ত মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই
রূপগঞ্জে সুমন বিশ্বাস নামে এক ব্যবসায়ীসহ তার স্ত্রী ছিনতাইকারীদের কবলে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মোবাইল সেট লুটে নিয়েছে। সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা। সুমন বিশ্বাস উপজেলার বরপা এলাকার বকুল বিশ্বাসের ছেলে। সুমন বিশ্বাস জানান, রাত ৭টার দিকে কাঁচপুর এলাকা থেকে অটোরিকশা যোগে বরপা যাচ্ছিলেন। খাদুন এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছামাত্র প্রাইভেটকারযোগে এসে ৪ জনের একদল ছিনতাইকারী অটোরিকশায় থাকা সুমন বিশ্বাস ও তার স্ত্রীর সঙ্গে থাকা ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ হাজার টাকা ও মোবাইল সেট লুটে নেয়। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন