অভ্যন্তরীণ ডেস্ক
পাঁচবিবি ও হিলিতে ৪ কেজি স্বর্ণসহ ২ আটক করা হয়েছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট সীমান্ত অদূরে এলাকা থেকে দুই কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত ছামসুল ইসলাম (৪৮) পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত শাহেব আলীর ছেলে। জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে পাঁচবিবির আটাপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন খবর আসে বাসুদেবপুর ক্যাম্পে। এ সময় ক্যাম্পের ন্যান্স নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা আটাপাড়া রেলগেটে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল নিয়ে আটককৃত ব্যক্তি কাছাকাছি এলে বিজিবি সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে খরচের ব্যাগে সোনা থাকার কথা স্বীকার করে।
হিলি সংবাদদাতা জানান, দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ২ কেজি স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ১ কেজি ওজনের ২টি স্বর্ণের বারসহ সামসুল আলম (৪৫) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, হিলি থেকে পাঁচবিবি উপজেলার ভুইডোবা সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলির বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্য হিলিতে চোরাকারবারির মোটরসাইকেল তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে অভিনব কায়দায় কাঁচা তরকারির ভিতরে মিশিয়ে রাখা ওই দুটি স্বর্ণের বার উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন