শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশালে ৭ সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে ত্রিশালে প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজরুল একাডেমীসহ পৌরশহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ৭ সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, আগের নিয়মেই আমরা ৬টি প্রশ্নের উত্তর লেখার পস্তুতি নিয়েছি। আমাদের স্কুলের পরীক্ষাগুলোতেও আমরা সেভাবেই পরীক্ষা দিয়েছি। ৬টি প্রশ্নের উত্তর দিতে সময় পাওয়া যায় না এখন একই সময়ের মধ্যে ৭টি প্রশ্নের উত্তর দেবো কিভাবে? পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ৭টি নয়, ৬টি হলে ভালো হয়, ৭ সৃজনশীল নিপাত যাক শিক্ষা ব্যবস্থা মুক্তি পাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন