শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সভা

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক এক জনউদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ ম-ল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ। স্থানীয় ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে। বোদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলমগীর সিকদার, বোদা থান্রা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আনছার মোঃ রেজাউল করীম শামিম ও শিক্ষক ধীরেন্দ্র নার্থ পাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন