দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। কুরবানি দেয়ার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মেরামত কিংবা নতুন করে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে গফরগাঁও উপজেলার কামারপাড়া। তারা রাতদিন ঘুম বাদ দিয়ে তৈরি করছে হরেক রকমের দা, ছুড়িসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে শত শত কামার পরিবার এ কাজে নিয়োজিত রয়েছে।
গফরগাঁও পৌর শহরের নতুন বাজারের কামার গোপাল চন্দ্র বিশ্বাস জানান, আমরা কোনো ব্যাংক হতে ঋণ পাই না। ঋণ পাওয়া গেলে আমাদের জন্য অনেক ভালো হতো। সে আরও জানান, এ বছর নতুন দা-বটি তৈরির অর্ডার অনেক বেড়েছে। আর পুরাতনগুলো মেরামত হচ্ছে পরিমাণে বেশি। বিশেষ করে কুরবানির ঈদ এলে এসব দা-বটিসহ অন্যান্য উপকরণের কদর বেড়ে যায়। চলতি মৌসুমে কয়লার অভাবে কাজ করতে হিমসিম খেতে হচ্ছে। বিগত কয়েক বছরের তুলনায় এখন কয়লা পাওয়া দুস্কর হয়ে দাড়িয়েছে। আর পাওয়া গেলেও তা দামও চড়া। কামার দোকানিরা জানান, কয়লা, লোহাসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ার ফলে নতুন দা, বটিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রবাদ্রির দামও বেড়ে গেছে। বছরের মধ্যে ১১মাসেই কামার পরিবার বসে থাকতে হয়। শুধু কুরবানির ঈদ এলেই আমাদের ব্যস্ততা পুরোদমে বেড়ে যায়। এ সময়টাই কিছুটা ক্ষণিকের জন্য আর্থিক সুবিধা পাওয়া যায়। দোকানে আসা ক্রেতা মো. এমদাদুল হক জানান, গরু জবাই করার জন্য বড় একটা ছুরি তৈরি করতে অর্ডার দিয়েছি। তার দাম হলো এক হাজার পাঁচশত টাকা মাত্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন