শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

খানাখন্দে চলাচলে চরম দুর্ভোগ

কলাপাড়া পৌর সড়ক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) থেকে | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:০৮ এএম

পটুয়াখালীর কলাপাড়া পৌর সড়কের বেহাল দশা। সিলকোট উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে এই সড়কগুলোতে। ফলে প্রায়শই যানবাহন উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে অনেকে। এদিকে ছয় চাক্কার ট্রলিগুলো পৌরশহরের দেদারছে চলাচল করায় এ সড়কগুলো এমন দশা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরশহরের অন্তত চার কিলোমিটার সড়কের বেহাল দশা হয়ে পড়েছে। শহরের প্রধান সদর সড়কসহ পৌরসভার সামনের সড়ক, উপজেলা সড়ক, রহতপুর সড়ক, এতিমখানা সড়ক, থানার সামনের সড়ক, হাই স্কুলের পেছনের সড়ক, রাডারের পেছনের সড়কের এমন বেহালদশা। এছাড়াও আরো বেকয়েকটি সড়কের খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন নিয়ে চলাচলে মানুষ পড়ছেন দুর্ভোগে। সড়কের সিলকোট উঠে অসংখ্য গর্ত হয়ে গেছে। বৃষ্টির পানি জমে এই সড়কগুলোর বেশি ক্ষতি হচ্ছে। প্রতিনিয়তই যাত্রীবাহী রিকশা, অটোসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পতিত হচ্ছে।
কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, অধিকাংশ সড়ক মেরামত করা হয়েছে। এখন সিসির বদলে আরসিসি করা হচ্ছে। গত ছয় মাসে ১০-১২ কিলোমিটার আরসিসি সড়ক করা হয়েছে। ভাঙা সকল সড়ক দ্রুত আরসিসিকরণসহ মেরামত করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন