সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া বিটের আওতাধীন নলুয়া মৌজার ১নং দাগে আড়ালিয়াপাড়া এলাকায় বঙ্গবন্ধু ময়দান নাম দিয়ে বন বিভাগের জমি দখলের পাঁয়তারা করছে কতিপয় দুষ্কৃতকারীরা। বন বিভাগের টেন্ডারের মাধ্যমে বৃক্ষ বিক্রির পর পুনরায় বাগান করার সময় দুষ্কৃতকারীরা বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে প্রায় এক একর বন বিভাগের জমি দখলের চেষ্টা করছে। কয়েকজন দুষ্কৃতকারী বন বিভাগের লোকজন গাছের চারা রোপণের সময় বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে অভিযোগ এনে নলুয়া যাদবপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনও করেছে। এ ব্যাপারে নলুয়া বিট অফিসার আলাল খান বলেন, ৪/৫ জন লোক বন বিভাগের জমি দখলের জন্য বঙ্গবন্ধু ময়দান নাম দিয়ে মাঠ বানাতে চেয়েছিল। ওই জায়গায় যথারীতি চারা রোপণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন