বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বিয়ানীবাজার থেকে থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, আলীনগর ও টিকরপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব বিরোধের জেরে গতকাল শনিবার দুই এলাকার মসজিদের মাইকের মাধ্যমে মাইকিং করে এলাকাবাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাথরের আঘাতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বিয়ানীবাজার ওসি তদন্ত মেহেদি হাসান জানান, গতকাল দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন