শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদরাসা শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

মীরসরাই উপজেলার সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘের পক্ষ থেকে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার উপজেলার মধ্যম বাড়িয়াখালী ফারুকিয়া তালিমুল কুরআন নুরানি মাদরাসার ৬০ জন ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষা উপকরণ হিসেবে হিজাব, টুপি ও ১৫০টি খাতা প্রদান করা হয়। চলমান লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংগঠনের পক্ষ থেকে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক ইমরান হোসেনের হাতে এগুলো তুলে দেয়া হয়।
এ সময় অদম্য যুব সংঘের সহ-সভাপতি আবদুল হালিম, সহ-সভাপতি কামরুল ইসলাম নিজামী, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শামীম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা জানান, অদম্য যুব সংঘের পক্ষ থেকে দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের কাজটি গত পাঁচ বছর ধরে চলমান রয়েছে। এবার নতুন করে তাতে সংযোজন করা হয় হাতে লেখার খাতা। স্বল্প পরিসরে শুরু করা এই কার্যক্রমটিও চলমান রাখার কথা জানান তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন