নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলা মামলার প্রধান আসামি জুয়ারিদের টিম লিডার আকবর বাদশাকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও নৌ-পুলিশ। গতকাল দুপুরে উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকবর বাদশা উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকার বারেক মিয়ার ছেলে। আকবর বাদশা ২০২০ সালে তারাব পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ডালিম প্রতীকে নির্বাচন করে। ডেমরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা গতকাল বিকেলে আকবর বাদশাকে গ্রেফতারের বিষয়টি জানান।
ডেমরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা জানান, চলতি বছরের ২০ ফেব্রæয়ারি শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে একদল জুয়ারি জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ডেমরা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রহমত মিয়ার নেতৃত্বে একদল পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছালে জুয়ারিদের টিম লিডার আকবর বাদশা, আলামিন, সোহেল, আজমত আলী, আব্দুল মালেক, আ. রহিম, মিজানুর রহমান, জাকির হোসেন, ইয়াছিন জুয়া খেলার সামগ্রী রেখে পালিয়ে যায়।
এসময় জুয়ারিসহ অজ্ঞাত ৩০-৪০ জন লোক পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এসময় জুয়ারি পুলিশ পরিদর্শক রহমত মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে খুনের উদ্দেশে গুরুতর জখম করে। এ ঘটনায় নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই আরিফুল ইসলাম বাদী হয়ে আকবর বাদশাসহ ৯ জন ও অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আকবর বাদশা পলাতক ছিল। গতকাল দুপুরে র্যাব-১১ ও নৌ-পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তারাব এলাকা থেকে আকবর বাদশাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, আকবর বাদশা তারাব বাঁশপট্টি এলাকায় জুয়ার আসর বসায়। সে আসরে হরদম মাদক বেঁচা বিক্রি চলে। মাদক ব্যবসার সঙ্গে আকবর বাদশার সম্পৃক্ততা রয়েছে। আকবর বাদশা তারাব এলাকায় জুয়া, মাদক থেকে শুরু করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন