শহীদ জিয়া ছাত্র পরিষদের সাথে দলের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে বিএনপি। সোমবার (২৬ জুলাই) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা ইদানীং লক্ষ্য করছি ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন সৃষ্টি করা হয়েছে।
বিএনপি এ বিষয়ে সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, সংগঠনটির সাথে বিএনপি’র কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নাই। সংগঠনটি বিএনপি’র এফিলিয়েটেড কোনো সংগঠন নয়। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিভ্রান্ত না হতে অনুরোধ জানায় বিএনপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন