সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বৌবাজার-গজরা রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত

মাহবুব আলম লাভলু, মতলব (চাঁদপুর) থেকে | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:০২ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বৌবাজার-গজরা বাজার রাস্তার কাপের্টিং উঠে গিয়ে, ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। এমনকি রাস্তার বড় বড় গর্ত ও রাস্তাগুলো ভেঙে পড়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের মাধ্যম ছোট বড় সকল যানবাহন এমনকি ব্যাটারিচালিত অটো, ভ্যান ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পেহাতে হচ্ছে। গত দুই দিন ধরে সারা ফাউন্ডেশনের সদস্যরা নিজ অর্থায়নে ট্রাকে করে বালু এবং ইট এনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি মেরামত করেন।
এলাকাবাসী জানান, রাস্তাটি দীর্ঘদিন মেরামত না করায় পানি ও গর্তে পরিণত হয়। এ রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা রাস্তাটি পায়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে। কর্তৃপক্ষের মেরামতের কোনো উদ্যোগ নেই। মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে সারা ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করেছে।
সারা ফাউন্ডেশনের শেখ রাসেল মাহমুদ বলেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে, দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি এই অবস্থায় থাকায় অনেক সমস্যা হচ্ছিল। এতে যানবাহন সব সাধারণ মানুষের চলাচলের কষ্ট হচ্ছিল, তাই আমরা নিজেরা নিজ উদ্যোগে করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন