স্টাফ রিপোর্টার, সাভার থেকে
সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ভেতরে অফিস সহকারী গাজী সামছুদ্দিনকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর বিকেলে সাভার বিশ^বিদ্যালয় কলেজের অফিস সহকারী সামছুদ্দিনকে প্রতিষ্ঠানের ভিতরেই পিটিয়ে আহত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ভুক্তভোগী অফিস সহকারী সাভার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ তাজুকে প্রধান আসামি করে ছয়জনের নামে মামলা করেন। এই মামলার দুই নাম্বার আসামি ছিলেন রকি। এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, অফিস সহকারীকে পেটানোর ঘটনায় সাভার মডেল থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতেই ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।॥
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন