মতলব উত্তরে লকডাউন বাস্তবায়নে কাজ করছেন ইউএনও গাজী শরিফুল হাসান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ মামলায় ৩ হাজার ৮’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
জানা যায়, শুত্রবার (৩০ জুলাই) উপজেলার ছেংগারচর বাজার, ইমামপুর, ষাটনল, শিকিরচরসহ বিভিন্ন স্থানে মাঝে লকডাউন বাস্তবায়নে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ৭টি মামলায় ৩ হাজার ৮’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালসহ সেনাবাহিনী ও পুলিশের টিম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, করোনা মোকাবেলায় সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা বিস্তার রোধ করা যাবে না। সবাইকে ঘরে থাকুন। বিনা কারণে ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে না চললে আটক, জেল ও জরিমানা করা হবে।
মন্তব্য করুন